নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক অত্যাচারের পর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে কাতার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল রহমান বিন আল থানি বলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতের নিরসন না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার।’
কাতারের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরাইলকে স্বীকৃতি না দেয়ার প্রধান কারণ হলো -ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব। সাক্ষাৎকারে শেখ আব্দুল রহমান বিন আল থানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরাইলকে স্বীকৃতি দেয়নি সেসব কারণ এখনও রয়েছে।
এদিকে এর আগে কুয়েতও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার ঘোষণা দেয়।