ইসরাইলি ড্রো’ন তৈরির ফ্যাক্টরি দখলে নিয়েছে ফিলিস্তিনিরা!

ইস’রাইল’কে ড্রো’ন তৈরির সর’ঞ্জাম স’রবরাহকারী ব্রিটিশ ফ্যা’ক্টরির ছাদে ওঠে তা দখল করেছে ফিলিস্তিনপন্থী আন্দো’লনকারীরা। উত্তর ব্রিটেনে অবস্থিত এ কার’খানাটি ইস’রাই’লের ড্রো’ন প্রস্তুত’কারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে।

ফ্যাক্টরি দখলে নেতৃত্ব দেয়া ‘ফি’লিস্তিন অ্যা’কশ’ন’ ব্রি’টেনের এক ফি’লিস্তিনপন্থী আ’ন্দোলনকারী নে’টওয়ার্ক। তারা এক বিবৃতিতে বলেছে যে, তাদের সদস্যরা আন্দোলন করছে, স’ঙ্ঘব’দ্ধ থেকেছে আর এপিপিএইচ নামের সামরিক সরঞ্জাম প্রস্তু’তকারী কোম্পানির ওই ফ্যাক্ট’রিটির ছাদ দখল করেছে। ই”সরাইলি অ’স্ত্র প্রস্তু’তকারী এলবিট সিস্টেমসের জন্য সামরিক প্রযুক্তি ও ল্যান্ডিং গিয়ার সরবরাহ করে এপিপিএইচ নামের এ প্রতিষ্ঠানটি।

এছাড়া ফিলি’স্তি’নপন্থী এ আ’ন্দোলন’কারীরা এ কা’রখা’নার ভে’তরে গিয়ে ড্রো’ন ও বি’মানের য’ন্ত্রপা’তি ভা’ঙ্গা’র জন্য প্র’বল বেগে প্রবেশ করেন। এ সময় তারা এ কা’রখানা’র বিভিন্ন সম্পদ বি’নষ্ট করেন। তারা ফ্লাডলাইট, ভেন্টিলেটর, জানালা ও ক্যা’মেরা ভাং’চুর করেন। তারা র’ক্ত’লা’ল রঙের পেইন্ট সমগ্র ছা’ড়জু’ড়ে ছ’ড়িয়ে দেন।

তারা কা’রখানা’টির ছাদ দখল করে ওই ফ্যাক্ট’রির কাজ বন্ধ করে দেন বলে জানিয়েছে ওই ফিলিস্তিনপন্থী সংগঠন ফিলিস্তিন অ্যা’কশ’ন। তারা অনলাইনে যে ছবি প্রকাশ করেছেন তাতে দেখা গেছে ফিলিস্তিন অ্যা’কশ’নের বি’ক্ষোভ’কারীরা ফ্যা’ক্টরির ছাদে অবস্থান করছেন এবং ফি’লিস্তিনের পতা’কা ও’ড়ান। তারা সমগ্র ছাদ লাল রঙ দিয়ে রাঙিয়ে দেন।

ফিলিস্তিন অ্যা’ক’শন জা’নিয়েছে, ‘তারা এল’বিট সিস্টেমসের সাথে সংশ্লিষ্ট সকল কা’রখা’নায় এমন কঠোর ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন। যত দিন পর্যন্ত না এ কোম্পা’নিটি ফি’লি’স্তিনের বিরু’দ্ধে ইস’রাই’লের যু’দ্ধা’পরা’ধে সাহায্য করবে তত দিন পর্যন্ত সংগঠনটি এমন ব্যবস্থা নিবে।’

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *