ব্যবসায়ী নাসির উদ্দিনের বি’রুদ্ধে মা’মলা করেছিলেন চিত্রনায়িকা পরীমনি। সেই ঘটনার পর পরীমনির বি’রুদ্ধে একের পর এক ক্লাব ভাংচুরের অ’ভিযোগ সামনে আসে। আর এতে করে আসল ঘটনা চাপা পড়ে গেছে বলে মনে করেন পরীমনি।
রোববার দুপুরে তিনি গণমাধ্যমে বলেন, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনায় আসল মা’মলা চাপা পড়ে গেছে। ওই বিষয় নিয়েই এখন চারদিকে আলোচনা। সবই শুনছি, দেখছি। সবাই বিষয়টি নিয়ে লাফ দিয়ে পড়েছে। কেউ কেউ মনে করছে, এই বুঝি পরীমনি শেষ হয়ে গেল। ব্যাপারটা অ’ত সহ’জ নয়।’
অল কমিউনিটি ক্লাবের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমা’র ভুল হতে পারে, কিন্তু অন্যায় করতে পারি না। আমি অন্যায় করার মানুষ না। আমা’র সঙ্গে এটি যায় না। বরং আমা’র সঙ্গেই অন্যায় করা হয়েছে।’
তাঁর দৃঢ় বিশ্বা’স, এই মা’মলায় তিনি ন্যায়বিচার পাবেন। এই মা’মলার সুন্দর একটা সমাপ্তি দেখতে চান তিনি। পরীমনি বলেন, ‘শেষ না দেখে ছাড়ছি না। যতক্ষণ প্রা’ণ আছে, ততক্ষণ ল’ড়ব।’
ঘটনার চার দিন পর রোববার রাত ৮টার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এবং রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ ঘটনা প্রকাশ করেন নায়িকা পরীমনি।
সোমবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বি’রুদ্ধে সাভা’র থা’নায় মা’মলা করেন তিনি। ওই দিনই প্রধান আ’সামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রে’ফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পু’লিশ। তাদের কাছ থেকে মা’দক ও ইয়াবা জ’ব্দ করা হয়।