আধুনিক মালয়েশিয়ার স্বপ্নদ্রষ্টা তুন ডা: মাহাথির মোহা’ম্ম’দ। তুন গত কাল বুধবার লাংকাউয়িতে বিভিন্ন গ্রামের জন সাধারনের খোজঁ খবর নিচ্ছিলেন এমন একটি পোস্ট তুনের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করারপর নেট দুনিয়ায় ভাইরাল হয়।
নেটিজনরা বলছেন জনগণের ভালবাসা পেতে হলে বয়স লাগেনা। জনগণের খোজঁ নিলে এমনিই নেতার প্রতি ভালবাসা জন্ম নেয়। তুনের দীর্ঘায়ূ কামনায় দেশের জনগণ ও নেটিজনরা। ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ
২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন মাহাথির। ১৯৯৮ সালে মালয়েশিয়ার অর্থনৈতিক সংকট কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে বিরোধে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন মাহাথির।
দুর্নী’তির দা’য়ে কা’রাভো’গও করেন আনোয়ার। ২০১৮ সালের নির্বাচনের আগে নাজিব রাজাক সরকারকে সরাতে যখন সেই আনোয়ারের স’ঙ্গেই জোট বাঁ’ধার ঘোষণা দেন মাহাথির, তখন সবাই অবাকই হয়েছিলেন। নির্বাচনে জয়ের পর রাষ্ট্রীয় ক্ষ’মায় কা’রাগার থেকে মু’ক্ত হন আনোয়ার।