মোবাইলে ৫ মিনিটের বেশি কথা বললে কর দিতে হবে!

মোবাইলে ৫ মিনিটের বেশি কথা বললে কর দিতে হবে পাকিস্তানে। প্রতি কল টানা ৫ মিনিটের বেশি হলে ৭৫ পয়সা হারে সম্পূরক শুল্ক দিতে হবে। তবে ইন্টারনেট ও এসএমএসে কোনো কর দিতে হবে না। খবর-ডন অনলাইনের।

শুক্রবার পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর বিতর্ক শেষে অর্থমন্ত্রী শওকত তারিন এই ঘোষণা দেন।

ডেপুটি স্পিকার কাসিম সুরির সভাপতিত্বে এই অধিবেশনে রাজস্ব আদায়ের বিষয়ে সিনেটর ও বিরোধী দলের আইনপ্রণেতাদের সুপারিশের জবাবে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খান ও মন্ত্রিসভা মোবাইলে কথা বলার ওপর বাড়তি সারচার্জ আরোপের বিপক্ষে থাকলেও অর্থমন্ত্রীর কাছ থেকে হঠাৎই এমন ঘোষণা এসেছে।

দেশটির সরকার পাঁচ হাজার ৮০০ বিলিয়ন রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *