রাতে জঙ্গলের পাশের সড়ক দিয়ে গাড়িতে করে যাচ্ছিলো পর্যটকদের একটি দল। হঠাৎ সড়কের মাঝখানে কাফনের কাপড় পরিহিত এক নারীকে দেখে হতবাক ও আ;ত;ঙ্কি;ত হয়ে পড়েন তারা। তবে আ;ত;ঙ্ক কাটিয়ে একটু খেয়াল করে তারা বুঝতে পারেন ওই নারী আসলে ভূত বা পেত্নি নন, র;ক্ত মাং;সে;র মানুষ। এরপরই তাকে ঘিরে ধরে জে;রা করা শুরু হতেই সত্য সামনে আসে।
জানা যায়, জঙ্গলের রাস্তায় ভূতের ভয় দেখিয়ে পর্যটকদের অর্থ-মালামাল ছি;ন;তা;ই করে এমন একটি দলের সদস্য তিনি।রোববার ভারতের গরুমা;রা জাতীয় উদ্যানের কাছে লাটাগুড়ির জঙ্গলের সড়কে ঘটেছে এই ঘটনা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, ডুয়ার্স থেকে পর্যটকদের একটি দল গাড়িতে ফিরছিল লাটাগুড়ির জঙ্গলের রাস্তা দিয়ে। সেই সময়ে রাস্তায় মাঝখানে গাড়ির সামনে সাদা থান পরে দাঁড়িয়ে পড়েন ওই মহিলা। যাত্রীদের ভয় দেখাতে তাদের গাড়ির বনেটে উঠে দাপাদাপি এবং অদ্ভুত শব্দ করতে থাকেন তিনি।
তা দেখে প্রথমে আ;ত;ঙ্ক ছড়িয়ে পড়লেও পরবর্তীতে যাত্রীদের সন্দেহ হয়। গাড়ি থেকে নেমে ঘিরে ফেলতেই ওই মহিলা স্বীকার করেন, তিনি ভূত বা পেত্নি নন। তাকে ভূত সাজিয়ে পাঠানো হয়েছে। তার সঙ্গে আরও আট জন রয়েছেন।
এক প্রত্যক্ষদর্শী জানান, মহিলা ধ;রা পড়তেই পাশের জঙ্গল লুকিয়ে থাকা কয়েকজন ব্যক্তিকে পা;লা;তে দেখেন তিনি। খোঁজাখুঁজি করা হলেও তাদের ধ;রা যায়নি।
খবর পেয়েই ঘটনাস্থলে আসে ক্রান্তি থানার পুলিশ। সাদা কাপড় পরা ওই মহিলাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে ছি;ন;তা;ই; কা;রী ওই দলকে খোঁজ করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।