ভারতের উত্তর প্রদেশের এক নারী সম্প্রতি ৩ মাথাওয়ালা শি,শুর জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জুলাই) ইউকে ভিত্তিক সংবাদ সংস্থা ডেইলি স্টা,র এমন এক সংবাদ প্রকাশ করেছে।
প্র,কাশিত সংবাদে বলা হয়, ভারতের উত্তর প্রদেশে বসবাসরত রাগিনী গত ১২ জুলাই এক সন্তানের জন্ম দিয়েছেন। বাচ্চাটির জন্ম স্বাভাবিক প্র,ক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তবে তার মাথার পিছনের দিকে মাথার মতো দেখতে ২টি অ,তিরিক্ত অংশ রয়েছে। তাতে মাথার মতো চু,লও রয়েছে।
বাচ্চাটির এক আত্বীয় বলেন, শি,শুটির মাথার পিছনের অংশ ওজনে বেশ ভারী তাই আমি তা তোয়ালে দিয়ে জ,ড়িয়ে দিয়েছি। তবে বাচ্চাটি কোন ব্যাথা অনুভব করছে না।
এদিকে, এমন ঘটনা এলাকায় চা,ঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থা,নীয় লোকজন ও গোত্রের মানুষজন এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। পাশাপাশি দূরদুরান্ত থেকে মানুষ এসে শিশুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। তারা বলছেন, শিশুটি দেবতার অবতার।
সদ্য জন্ম নেওয়া শিশু এবং মা উভয়েই সুস্থ আছেন এবং বাড়ি ফিরেছেন। তবে তার পরিবারের সদস্যরা মানুষের ভিড়ের ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন।