সেনা পাঠালে ফল ভালো হবে না, ভারতকে তালেবানের হুঁশিয়ারি

ভারত যদি আফগানিস্তানে সৈন্য প্রেরণ করে তবে তা তাদের জন্যে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তালেবানের মুখপাত্র মহম্মদ সোহেল শাহীন। খবর আনন্দবাজার পত্রিকার।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দেন এই তালেবান নেতা।

এএনআইকে দেয়া সাক্ষাৎকারে সোহেল শাহিন বলেন, যদি ভারত আফগানিস্তানে সৈন্য পাঠায় তাহলে তা তাদের জন্য ভালো হবে না। আগে যারা সামরিক শক্তি নিয়ে আমাদেরকে দমাতে এসেছে তাদের নিয়তি অজানা নয়। ভারতেরও জানা কথা এসব।

সোহেল শাহিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তালেবানদের আঁতাত আছে কিনা জানতে চাইলে বলেন, এগুলো ভিত্তিহীন অভিযোগ। রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার। কোনো গোষ্ঠীর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সাক্ষাৎকারে সোহেল শাহিন নিশ্চিত করেন যে তালেবানদের পক্ষ থেকে কোনো দূতাবাস বা রাষ্ট্রদূতের ক্ষতি করা হবে না।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *