কাবুল এয়ারপোর্টের ভয়ংকর অবস্থা, দেশ ছেড়ে পালানোর জন্য মরিয়া হয়েয়ে যাচ্ছে অপরাধীরা!

তালেবানরা কাবুল দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে তালেবান বিরোধীদের মধ্যে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে বহু মানুষ। হুড়মুড়িয়ে বিমানে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এমনই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তালেবানরা কাবুল দখলে নেয়ার শুরু থেকেই সেখানকার পরিস্থিতির টুইট করে জানাচ্ছেন জাওয়াদ সুখানওয়ার নামে এক সাংবাদিক। সোমবার তার টুইটে কাবুলের বিমানবন্দরের ছবি-ভিডিও প্রকাশ পেয়েছে। তিনি টুইটে লিখেছেন, কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দর যেন জনসমুদ্র!

তার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছে অসংখ্য মানুষ। তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিট করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। কোনো ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপন ছুটছেন একাংশ। এত মানুষের ভীড়ে বিমান কী ভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে সেখানে।

রোববার সকালে দক্ষিণের জালালাবাদ দখল নেওয়ার পর দুপুরের মধ্যে বিনা যুদ্ধে কাবুল দখল করে তালেবান। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে তালেবান প্রধান মোল্লা আবদুল গনি বেরাদারের সঙ্গে ৪৫ মিনিট বৈঠকের পরই পদত্যাগ করেছিলেন প্রেসিডেন্ট গনি। তারপর তিনি নিজেও দেশ ছেড়ে পালিয়েছেন।

আরো পড়ুন
কাবুল বিমানবন্দরে নি”হ”ত ৫

তালেবান আফগানিস্তান দখল করে নেয়ার পর থেকেই সেখানকার সাধারণ মানুষের মনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইতিমধ্যেই দেশটির প্রেসিডেন্ট অন্য দেশে পাড়ি জমিয়েছেন। এমন অবস্থায় দেশ ছাড়ার জন্য কাবুল বিমানবন্দরে হাজির হয়েছে হাজার হাজার মানুষ। বিশৃঙ্খলা এড়াতে মার্কিন বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। তবে সেখানে গোলাগুলিতে ৫ জন নি”হ”ত হওয়ার খবর জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।সোমবার কাবুল বিমানবন্দরের ভেতরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তবে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি আসলে কি ঘটেছিল। এদিকে, অভিযোগ উঠেছে, মার্কিন সেনারা তাদের সামরিক বিমানে শুধু দূতাবাস কর্মীদের জায়গা দিচ্ছেন।

কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পালন করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা। তাদের হাতে বিমানবন্দরের নিয়ন্ত্রণের কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার সকাল পর্যন্ত দেশটিতে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছে বাইডেন প্রশাসন। আরব নিউজের খবরে বলা হয়েছে, মানুষের এত ভিড় হয়েছে যে নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়েছে মার্কিন সেনারা।

কাবুলের পরিস্থিতি জানিয়ে জাওয়াদ সুখানওয়ার নামের এক সাংবাদিক টুইটে লিখেছেন, ‘কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’ যেসব ভিডিও প্রকাশিত হয়েছে তাতে দেখা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ।

তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিঠ করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। অন্য ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপন ছুটছেন মানুষ। জনসমুদ্র সরিয়ে বিমান কীভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *