তালেবান অধিকৃত আফগানিস্তান থেকে আসা শরণার্থী স্রোত ঠেকাতে ইরান সীমান্তে দেয়াল নির্মাণের কাজ শুরু করেছে তুরস্ক। বিবিসি’র এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।
বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি দেয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে তুরস্কের ইরান সীমান্তে। তবে এর আগেই ইরান সীমান্ত জুড়ে ২৯৫ কিলোমিটার দেয়াল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছিল তুরস্ক।
এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিয়ো গুতেরেস আফগান জনগণকে পরিত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি। এক টুইট বার্তায় মি. গুতেরেস বলেন, যেসব দেশে আফগান শরণার্থীরা আশ্রয়ের জন্য আবেদন করছেন সে দেশগুলো যেন তাদের গ্রহণে ইচ্ছুক থাকে এবং কোনো আফগানকে ফেরত না পাঠায়। বাস্তচ্যুত ও ভাগ্যাহত আফগানদের সাথে মানবিক আচরণ করাারও আহ্বান তার।