সর্বকালের সেরা ওয়ানডে একাদশ সাজালেন সাকিব, রেখেছেন নিজেকেও

সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার। বাংলাদেশের অসংখ্য জয়ের মহানায়ক সাকিব সর্বকালের সেরা ওয়ানডে একাদশ নির্বাচন করেছেন। সেই একাদশে রয়েছে বেশ কিছু চমক। একাদশে নিজেকেও রেখেছেন তিনি।

শনিবার ভারতীয় এক ক্রীড়া পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে সাকিব এই একাদশ সাজান। সাকিবের সেরা একাদশে ওপেনিংয়ে রাখা হয়েছে ভারতের শচীন টেন্ডুলকার আর পাকিস্তানের সাঈদ আনোয়ারকে। ক্যারিয়ারের বেশিরভাগ সময় ওপেনার হিসেবে খেলা ক্রিস গেইলকে তিনে জায়গা দিয়েছেন সাকিব।

সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ব্যাট করবেন চারে। অলরাউন্ডার জ্যাক ক্যালিস ব্যাট করবেন পাঁচে। সাকিব ছয়ে রেখেছেন মাহেন্দ্র সিং ধোনিকে। সাতে নিজেকেই রেখেছেন সাকিব।

এছাড়া স্পিনার মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রাকে একাদশে রেখেছেন সাকিব। একাদশের অধিনায়ক হিসেবে ভারতের বিশ্বকাপজয়ী মহেন্দ্র সিং ধোনিকে বেছে নিয়েছেন তিনি। তিন বার বিশ্বকাপ জেতা রিকি পন্টিংয়ের জায়গা হয়নি সাকিবের একাদশে। বাদ পড়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসও।

একনজরে সাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশঃ

শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা।

kalerkantho

সূত্র: স্পোর্টসকিডা

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *