ছেলেকে নিয়ে হাসপাতাল ছাড়লেন কলকাতান নায়িকা নুসরাত। সোমবার দুপুরে নুসরাত ও তার সদ্যজাতকে আনতে পার্কস্ট্রিটের বেসরকারি হাসপাতালে গিয়েছিলেন নুসরাতের বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত।
আনন্দবাজার পত্রিকারসহ একাধিক সংবাদ জানিয়েছে, সঙ্গীর হাত ধরেই ছেলেকে নিয়ে বাড়ির পথে রওনা দেন নুসরাত। যশের সাদা রঙা এসইউভি-র সামনের সিটে বসতে দেখা যায় তাকে। নিজে ড্রাইভ করে তাদের বাড়ি ফিরিয়ে আনলেন যশ।
দীর্ঘ অপেক্ষার পর গত বৃহস্পতিবার ফুটফুটে ছেলের মা হয়েছেন নুসরাত জাহান। হাসপাতাল সূত্রে খবর ছিল, নবজাতকের বেশ কিছু পরীক্ষা করা হবে। সেই পরীক্ষাগুলির রিপোর্ট ঠিক এলে রোববারই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মা এবং ছেলের। কিন্তু একদিন পর, অর্থাৎ সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তারা।
হাসপাতাল থেকে ছাড়ার আগে মা এবং ছেলের স্বাস্থ্যপরীক্ষা করেন চিকিৎসক। সকালেই নুসরাতকে হাসপাতাল থেকে ছাড়ার যাবতীয় কাগজপত্র গুছিয়ে রেখেছিলেন তারা।
হাসপাতালের শিশু চিকিৎসক শান্তনু রায় জানিয়েছিলেন, জন্মের পর নুসরাতের শিশুর বেশ কয়েকটি পরীক্ষা করানো হবে। থাইরয়েড, ক্যালসিয়াম, বিলিরুবিনসহ বাকি পরীক্ষার ফল ঠিক এলেই মা এবং সন্তানকে ছেড়ে দেওয়া হবে। জন্মের পর থেকেই শিশুকে স্তন্যপান করাচ্ছেন নুসরত। জন্মের সময় শিশুর ওজন ছিল ২.৯ কেজি।
এর আগে বুধবার রাতে সন্তানকে জন্ম দিতে হাসপাতালে ভর্তি হন নুসরাত। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। গত রোববারও হাসপাতালে একসঙ্গেই ছিলেন তারা। মুখে কিছু না বলেও নুসরাত ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমেই তা স্পষ্ট করে দিয়েছিলেন।
হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ নুসরাত। নিজের পরিচয়েই তিনি ছেলেকে বড় করবেন, না পরবর্তীতে আবারও কারও সঙ্গে ঘর বাঁধবেন তা জানা যাবে পরে।