বিশ্বকাপ দলে তাসকিন কেন, প্রশ্নে ক্ষোভ ঝাড়লেন নান্নু

কোনো চমক না রেখেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে রয়েছেন সাত ক্রিকেটার, যারা এবারই প্রথম বিশ্বকাপে খেলার স্বাদ নেবেন।

এক কথায় অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে স্কোয়াড তৈরি করেছেন নির্বাচকমণ্ডলী। যেখনে অভিজ্ঞ সাকিব-মুশফিকের সতীর্থ হয়ে খেলবেন শামীম-মাহাদীরা।

তবে নিউজিল্যান্ড সিরিজে না খেলেও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। কিন্তু সুযোগ মেলেনি আরেক পেসার রুবেল হোসেনের। তাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

প্রসঙ্গটি সামনে এনে সাংবাদিকরা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে প্রশ্ন ছুড়েন— কোনো প্রস্ততি ছাড়াই বিশ্বকাপের মতো বড় মঞ্চের টুর্নামেন্টে তাসকিনকে রাখাটা কতটা যুক্তিগত?

সাংবাদিকদের সেই প্রশ্ন শুনে যেন একটু ক্ষেপেই গেলেন নির্বাচক নান্নু। কড়াভাবে জবাব দিলেন সেই প্রশ্নের।

বললেন, ‘প্রস্তুতি নেই কীভাবে? ওরা কী অনুশীলনের মধ্যে নেই? তাসকিন কী জিম্বাবুয়ে সিরিজ খেলেনি? দেড় মাসে আগে খেলেছে তো কী হয়েছে? ওরা তো ইনজুরিতে পড়েনি। ও তো ধারাবাহিক অনুশীলনের মধ্যে রয়েছে। এত স্পেশালিস্ট কোচ আছে। তারা দেখভাল করছেন। তার পরও প্রস্তুতির মধ্যে নেই বলা হয় কী করে!’

তিনি আরও বলেন, ‘সবাই মিলেই কিন্তু স্কোয়াড প্রস্তুত করি আমরা। কোথায় কী দরকার হয় সেটি আলোচনা করেই এগোতে হয়। আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে খেলোয়াড়দের ওপর। অভিজ্ঞতা ও পারফরম্যান্সসহ সব দিকই দেখা হয়। পাশাপাশি এটিও বিবেচনা করা হয় যে বিদেশে কে কেমন করতে পারে। বিদেশে কে ভালো পারফরম করতে পারে, এটি চিন্তা করা হয়। কারণ দেশে আমরা এক ধরনের উইকেটে খেলি, বিদেশে আরেক ধরনের উইকেট-কন্ডিশন। সব কিছুর সামঞ্জস্য করে দল গড়া হয়।’

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *