‘আমি ভে’ঙে পড়ার মে’য়ে না। ভে’ঙে পড়লেও তো উঠে দাঁড়াব।’ জে’ল থেকে বেরিয়ে এমনটাই জানিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। তিনি কথা রেখেছেন। ব্যক্তিজীবনে বেশ বড় ধাক্কা সামলে ফের সিনেমা’র কাজে ব্যস্ত হয়েছেন। চুক্তিবদ্ধ হয়েছেন একাধিক নতুন সিনেমায়।
গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’-এ রাবেয়া চরিত্রে হাজির হবেন পরী। এই মিশনে তার সঙ্গী হচ্ছেন নতুন প্রজন্মের অ’ভিনেতা শরিফুল রাজ। সম্প্রতি তিনিও ব্যক্তিজীবনে একটি বড় ধাক্কা সামলেছেন। কিছু দিন আগেই রাজধানীর গুলশানে একটি মা’রাত্মক সড়ক দু’র্ঘটনার কবলে পড়েন তিনি। সেই অ’সুস্থতা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। কয়েকদিনের মধ্যেই তার হাতের প্লাস্টারটি খোলা হবে। এরপর শুটিংয়ে অংশ নিতে পারবেন এই অ’ভিনেতা।
আগামী সোমবার (১১ অক্টোবর) থেকেই এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। তবে ঠিক কোথায় সিনেমাটির চিত্রায়ন হবে, আর পরী-রাজ কবে নাগাদ ক্যামেরার সামনে দাঁড়াবেন, সে তথ্য গো’পন রাখা হয়েছে। চুপিসারেই ‘গুনিন’ মিশন শেষ করতে চান তারা। এ প্রসঙ্গে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘শুটিং লোকেশনের কথা জানলে সেখানে সাধারণ মানুষ ভিড় জমায়। এ কারণে শুটিং করা কঠিন হয়ে পড়ে। তাই সঙ্গত কারণেই গো’পন রাখা হচ্ছে।’
তবে গেলো ১৭ সেপ্টেম্বর রাতে পরী সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার পর জানা গিয়েছিলো, ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় জোড়া একটি বটগাছের নিচে সেট তৈরির কাজ শুরু হচ্ছে। সেখানে ১০ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। এরপর সিনেমা’র বাকি কাজ হবে মানিকগঞ্জে। ‘গুনিন’র গল্পই সম্পূর্ণ আলাদা। কারণ এটি এ সময়ের গল্প নয়। এখানে প্রায় ৫০ বছরের ঘটনাপ্রবাহ দেখানো হবে। সিনেমাটিতে পরীমণি ছাড়াও আরও অ’ভিনয় করবেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, শরিফুল রাজ, মোস্তফা মনোয়ার, নায়লা আজাদ নূপুর, দিলারা জামান, শিল্পী স’রকার অ’পুসহ অনেকেই।
এদিকে ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা দিলেন পরীমণি ও শরিফুল রাজ। শনিবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেন পরীমণি। দুটি ছবিতে শুধু পরী ও রাজকে দেখা গেলেও অ’পর একটি ছবিতে ক্যামেরাব’ন্দী হয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। তারা প্রত্যেকেই হাসিমুখে পোজ দিয়েছেন। পরী-রাজের পরনে ছিলো একই রঙের পোশাক। ছবিগুলোর ক্যাপশনে পরী লিখেছেন, ‘একটু ঝড় বৃষ্টি’। সঙ্গে জুড়ে দিয়েছেন মেঘ থেকে বৃষ্টি ঝরে পড়ার ইমোজি।
প্রসঙ্গত, এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় গ্ল্যামা’রাস নায়িকার খোলস পাল্টে অ’ভিনেত্রী হিসেবে ধ’রা দিয়েছিলেন পরী। অন্যদিকে ‘বড় ছে’লে’ খ্যাত নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের ‘নেটওয়ার্কের বাইরে’ নামে একটি ওয়েব চলচ্চিত্রে অ’ভিনয় করে আলোচনায় আসেন শরিফুল রাজ। চলতি বছর মুক্তিপ্রাপ্ত ওয়েব চলচ্চিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।