চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সবমিলিয়ে প্রাইজমানি দেয়া হবে প্রায় ৫০ কোটি টাকা। ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ১৪ কোটি আর রানার আপ দল পাবে ৭ কোটি টাকা। সবমিলিয়ে এ টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে ৫৬ লাখ ইউএস ডলার। কিন্তু এই বিশ্বকাপ থেকে খুব বেশি টাকা আয় হচ্ছে না বিসিবির।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচেও লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের করা ৭৩ রান টপকাতে অজিদের লেগেছে মাত্র ৬ দশমিক ২ ওভার। সুপার টুয়েলভের সবকটি ম্যাচে হারলেও চলতি বিশ্বকাপ থেকে প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা আয় করেছে বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হবে বাংলাদেশকে। সবমিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে টাইগাররা।
সুপার টুয়েলভের পাঁচটি ম্যাচের সবকটিই হেরেছে মাহমুদ উল্লাহর দল। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। প্রথম রাউন্ডেও বাংলাদেশকে পরাজয়ের স্বাদ দিয়েছে পুঁচকে স্কটল্যান্ড। স্কটিশদের কাছে পরাজিত না হলে বাংলাদেশের অর্জিত টাকার পরিমাণটা আরো বাড়তো।