কাঁদলেন বাঁধন, মেয়েকে নিয়ে যা বললেন প্রকৌশলী বাবা

রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সের একটি থিয়েটারে আয়োজন করা হয় ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী। যেখানে দেশের প্রায় সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ৭৪তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো লাল সবুজের পতাকার প্রতিনিধিত্ব করেছে আজমেরি হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। মেয়ের এই সাফল্য দেখে বাঁধনের বাবা আমিনুল হক গর্ববোধ করছেন।

সিনেমা শেষ হতেই মেয়ে সায়রাকে নিয়ে আবেগ সামলাতে পারেননি মা আজমেরি হক বাঁধন, কন্যা সায়রাকে জড়িয়ে ধরে কাঁদতেই থাকেন। এগিয়ে আসেন বাবা প্রকৌশলী আমিনুল হক। তিনিও এসেছিলেন মেয়ের চলচ্চিত্র দেখতে। কন্যা বাঁধনের মাথায় হাত রাখেন আমিনুল হক। সান্তনা দিতে থাকেন। সায়রা মায়ের কোলে মুখ লুকিয়েই ডুকরে কেঁদে ওঠে।

বাঁধনের বাবা বলেন, সে (বাঁধন) যেমন অভিনয় করেছে এক্সপ্রেশন দিয়েছে বাস্তবতার সাথে মিলে যায়। দেশের জন্য সে সম্মান এনেছে। তাই তার এই সাফল্যে বাবা হিসেবে আমি সত্যিই গর্বিত। বাঁধনের বাবা আমিনুল হক বলেন, সিনেমায় সায়রা তার মাকে কাঁদতে দেখছে। এমনিতেই সে খুব ইমোশনাল। কান্নার দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। বাসাতে যখন থাকে সেও ইমোশনাল আচরণ করে।

তার মা (বাঁধন) বাস্তব জীবনেও অনেক সংগ্রাম করেছে। বাস্তবতার সাথে অনেকটা মিলে যাওয়ার জন্য সায়রা কেঁদেছে বলে মনে করেন বাঁধনের বাবা আমিনুল হক। তিনি বলেন, বাস্তব জীবনের সংগ্রাম সিনেমায় বাঁধন ফুটিয়ে তুলেছে এজন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। বাবা হিসেবে যেমন আমি আমার মেয়ের জন্য সবসময় দোয়া করি তেমনই দেশের মানুষ সবসময় বাঁধনকে দোয়া করুক এটাই চাওয়া থাকবে।

About reviewbd

Check Also

শাকিবের পারিশ্রমিক এক কোটি কেন, ২৫ লাখ টাকাও বেশি হয়ে যায়

‘প্রিয়তমা’ সিনেমাটি এরই মধ্যে ৪০ কোটি টাকার ওপর আয় করেছে বলে সিনেমাসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *