ব্যালন ডি’অর জেতার পর ২৪ ঘণ্টা পার না হতেই দুঃসংবাদ পেল মেসিভক্তরা।
হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন লিওনেল মেসি। পাকস্থলী ও অন্ত্রে প্রদাহে ভুগছেন তিনি। যে কারণে পিএসজির পরবর্তী ম্যাচে অনিশ্চিত তিনি।
ইউরোপীয় সংবাদ মাধ্যম দ্য সান জানায়, সোমবার প্যারিসে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানে ব্যালন ডি’অর জেতার পর থেকে বেশ কয়েকবার বমি করেছেন মেসি, চিকিৎসক চেকআপ করে জানান, আমাশয়ে ভুগছেন মেসি। আপাতত বিশ্রামই প্রধান ওষুধ।
যে কারণে মঙ্গলবার স্থানীয় সময় সকালে নির্ধারিত অনুশীলনে নামেননি মেসি। নিসের বিপক্ষে বুধবারের লিগ ওয়ান ম্যাচের স্কোয়াডে মেসিকে রাখেনি পিএসজি। ঠিক কবে ফিরবেন, তাও জানায়নি পিএসজি।
ব্যালন ডি’অর জয়ে উচ্ছ্বসিত মেসির জন্য বুধবারের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ বার্সেলোনা থেকে বিদায় নিয়ে পিএসজি ডেরায় এসে এখনো সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মেসি।
সবশেষ ম্যাচে সেঁত এতিয়েনের বিপক্ষে নিজেকে ফিরে পেয়েছিলেন। তিনটি গোলই হয় তার অ্যাসিস্টে। আগামী ম্যাচ না খেললে প্যারিসে এসে তার ছন্দে ফেরায় ফের টান লাগতে পারে বলে ধারণা। অর্থাৎ এই অসুস্থতা বাজে সময়েই এসেছে মেসির কাছে।