পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসার আশাবাদ মাহমুদউল্লাহর

নিউজিল্যান্ডে সময়টা মুটেও ভাল যাচ্ছে না বাংলাদেশের। একের পর এক ম্যাচ হেরেই চলেছে দলটি। নামের সুবিচার করতে পাড়ছে না তামিম-মুশফিকরা।

নতুন খবর হচ্ছে, আজকের ম্যাচে দুই দফায় বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭০ রান। সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি ও নাঈমের শেখের ৩৮ রানের পরও জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

ম্যাচশেষে মাহমুদউল্লাহ বলেছেন, পরের ম্যাচে ভালো কিছু করে দেখাতে চান তারা, ‘টি-টোয়েন্টিতে আপনার শুরুটা মাঝে মাঝে ভালো হয়। আবার মাঝে মাঝে ভালো হয় না। কিন্তু ব্যাটিং-বোলিং যা-ই হোক না কেন, আপনাকে ভালোভাবে শেষ করতে হবে। এই ম্যাচে ব্যাটিং ইউনিট হিসেবে কিছু ইতিবাচক দিক আমরা দেখতে পারি এবং পরের ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসতে পারি।’

About reviewbd

Check Also

আমার হৃদয়ের একটি টুকরো বাংলাদেশে রেখে যাচ্ছি: মার্টিনেজ

আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের পাগলামির খবর বিশ্বকাপের পরপরই শুনেছেন এমিলিয়ানো মার্টিনেজ। সেদেশের গণমাধ্যমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *