কুমিল্লার লাকসামে বৌদ্ধ ধ’র্মা’ব’ল’ম্বী একই পরিবারের ৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।ধর্মান্তরিতরা হলেন লাকসাম পৌর শহরের মিস্ত্রী গ্রামের মৃত সুধীর চন্দ্র সিংহের ছেলে প্রভাষক অমর সিংহ (৫২),তার স্ত্রী শিবানী
সিংহ (৩৭),ছেলে দীপ্ত সিংহ (১৭ বছর ৯ মাস),ইমন সিংহ (১৬ বছর ৮ মাস) ও মেয়ে পুষ্পিতা সিংহ (২ বছর)।জানা যায়,প্রভাষক অমর সিংহ (৫২) ও তার পরিবারের সদস্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হন।এরই প্রেক্ষিতে গত ২৮অক্টোবর কুমিল্লা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে স্ব-শরীরে হাজির হয়ে পরিবারের ৫ সদস্য ইসলাম গ্রহণ করে এ সময় তারা সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জালাল উদ্দিনের সম্মুখে হলফনামায় স্বাক্ষর করেন।
হলফকারীকে শনাক্ত করেন আদালতের আইনজীবি অ্যাডভোকেট মোঃ শাহ আলম।ধর্মান্তরিত হওয়ার পর অমর সিংহ -এর পরিবর্তে ওমর ফারুক, তার স্ত্রী শিবানী সিংহের শিরিন সুলতানা,ছেলে দীপ্ত সিংহের আহমেদ দাউদদীপ্ত,ইমন সিংহের আহমেদ ইমতিয়াজ ইমন ওমেয়ে পুষ্পিতা সিংহের নাম সামিয়া -নূর রাখা হয়।
নওমুসলিম থেকে মুসলিম হওয়া নাঙ্গলকোটের ভোলাইন বাজার কলেজের প্রভাষক ওমর ফারুক জানান,দীর্ঘদিন থেকে মুসলমানদেরbরীতি-নীতি পর্যালোচনা করে আল্লাহ এবং প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.)প্রতি বিশ্বাস রেখে স্ব-পরিবারে বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।