নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সকল রেকর্ড ভেঙে আক্রান্তের নতুন রেকর্ড। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২০৩ জন এবং মারা গেছেন আরও ১ জন। নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৪৬টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩৭.১৭ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি এটিকে এলার্মিং বলে ঘোষণা করেছেন এবং সবাইকে এখনি সচেতন হতে হবে। আর না হলে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকতে বলেছেন তিনি।
জেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৯৭৫ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ২২৮ জন। এছাড়া একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৪৩১ জন।
নতুন আক্রান্তদের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ১১৭ জন, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দরে ১০, রূপগঞ্জে ১৪, সদরে ৪৪ ও সোনারগাঁওয়ে ৩৯ জন শনাক্ত হয়েছেন।