ঈ‌দের পরই দুই সপ্তা‌হের ক‌ঠোর লকডাউন, প্রজ্ঞাপন জা‌রি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর লকডাউন শর্তসাপেক্ষে আটদিন শিথিল করা হয়েছে। তবে কঠোর বিধিনিষেধ শিথিলের পর আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ফের কঠোর লকডাউন কার্যকর হবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে চলমান কঠোর লকডাউন ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করার কথা বলা হয়েছে।

এর আগে, গতকাল সোমবার তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কঠোর লকডাউন শিথিলের বিষয়ে জানানো হয়েছিল।

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। এক দফা বাড়িয়ে আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত সেই লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *