থুতনিতে ব’ন্দুক ঠেকিয়ে সেলফি তোলার শখ, গু’লিতে উড়ে গেলো নতুন বউয়ের মা’থা-মগজ

২৬ বছর বয়সী রাধিকা গুপ্তা। মাত্র দুই মাস (মে) আগে বিয়ে হয় তার। নতুন বউ হিসেবে যান স্বামীর বাড়িতে। সেখানে ব’ন্দুক দেখার পর শখ হয় থুতনির সঙ্গে নল ঠেকিয়ে তুলবেন ছবি। তাও আবার সেলফি। দারুণ উৎসাহ নিয়ে প্রস্তুতিও নেন। কিন্তু ভাগ্যের নি’র্মম পরিহাস, ট্রিগারে চাপ পড়ে ব’ন্দুকের গু’লিতে উড়ে যায় তার মা’থা-মগজ। মা’রা যান তিনি, থেকে যায় শেষবারের মতো তোলা ছবিটি।

ভা’রতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলে বৃহস্পতিবার (২২ জুলাই) এই দুর্ঘ’টনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার

জানা গেছে, এক হাতে মোবাইল ক্যামেরা অন্যহাতে ব’ন্দুকের ট্রিগার ছিল তার। এই সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লাগায় গু’লি বেরিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে বের হওয়া গু’লি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। পরে হাসপাতা’লে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

রাধিকার শ্বশুর রাজেশ গুপ্তা জানান, তার ছে’লে আকাশ গুপ্তার সাথে রাধিকার বিয়ে হয় চলতি বছরের মে মাসে। শহরে তাদের ছোটো গহনার দোকান আছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের ১২-বোর একনলা বন্ধুকটি থা’নায় জমা রাখা হয়েছিল।

বৃহস্পতিবার আকাশ সেটা বাড়িতে ফেরত আনে। ব’ন্দুকটি বাড়ির দ্বিতীয় তলায় ছিল। বিকেল ৪টার দিকে আম’রা গু’লির প্রচণ্ড শব্দ শুনতে পাই। দৌড়ে উপরে যাই। দেখি রাধিকা র’ক্তে ভাসছে। গুরুতর আ’হত। ব’ন্দুক হাতে নিয়ে সে মেঝেতে পড়ে আছে। সামনে তার মোবাইল দেখতে পাই যা সেলফি তোলার জন্য রাখা ছিল। আম’রা দ্রুতই তাকে হাসপাতা’লে নিয়ে যাই কিন্তু তাকে বাঁ’চাতে পারিনি।

পু’লিশ ব’ন্দুক ও মোবাইল ফোনটি জ’ব্দ করেছে। এরই মধ্যে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। পু’লিশ কর্মক’র্তা জানান, ভিকটিমের ফোন থেকে একটি ছবি সংগ্রহ করা হয়েছে যা তার মৃ’ত্যুর সম্ভবত কয়েক সেকেন্ড আগে তোলা হয়েছিল।

পু’লিশ এই ঘটনায় রাধিকার স্বামী আকাশকেও জিজ্ঞাসাবাদ করেছে। আকাশ জানান, তার স্ত্রী’ ব’ন্দুক দেখার পর থেকেই ব্যাপক উৎসাহ দেখাচ্ছিল। সে ব’ন্দুক পাশে রেখে বেশ কয়েকটি ছবিও তুলেছিল। আরও ছবি তোলার জন্য উদগ্রীব ছিল। কিন্তু সেলফি তোলার একপর্যায়ে অসতর্কতায় ট্রিগারে আঙ্গুলের চাপ পড়ে গু’লি বেরিয়ে যায়।

এদিকে রাধিকার বাবা তার মে’য়ের আকস্মিক মৃ’ত্যুতে স’ন্দেহ প্রকাশ করেছেন। তিনি থা’নায় অ’ভিযোগ দায়েরে বলেছেন, স্বামীর বাড়ির লোকজনই যৌতুকের জন্য রাধিকাকে খু’ন করেছে।

পু’লিশের এক ঊর্ধ্বতন কর্মক’র্তা জানিয়েছেন, ফরেনসিক রিপোর্টের পর এই ঘটনার স’ম্পর্কে তারা আরো বিস্তারিত জানতে পারবেন।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *