চন্দ্রগ্রহণে যেসব রাশির ওপর শুভ ও অশুভ প্রভাব পড়বে

আগামী ১৯ নভেম্বর হতে চলেছে ২০২১ সালের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। এ চন্দ্রগ্রহণ বৃষ রাশি এবং কৃতিকা নক্ষত্রে হবে। বৃষ রাশির অধিপতি গ্রহ হলেন শুক্র। আর কৃতিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। তার ফলে শুক্র এবং সূর্যের সঙ্গে সংযোগ থাকা রাশির জাতকদের উপর চন্দ্রগ্রহণের সবথেকে বেশি প্রভাব পড়বে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে সঞ্চার করবেন সূর্য। আর ধনু রাশিতে সঞ্চার করবেন শুক্র। তবে ভারতে সূতক কাল হবে না এবার।

গর্ভ ভাড়া নিয়ে যমজ সন্তানের মা হলেন প্রীতি
ভালো প্রভাব
তুলা, কুম্ভ এবং মীন রাশির জাতকদের উপর শুভ প্রভাব পড়বে। এই সময় আপনার ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে। চাকরিতে বদলির যোগ তৈরি হবে। ব্যবসায় মুনাফা হবে।

অশুভ প্রভাব
বৃষ রাশিতে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। সেই কারণে বৃষভ রাশির জাতকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। তাছাড়াও নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে সিংহ, মেষ এবং বৃশ্চিক রাশির জাতকদের। এই সময় ওই রাশির জাতকদের আর্থিক অবস্থার অবনতি হতে পারে।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *