মার খেতে খেতে জ্ঞান হারান রিকশাচালক


দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় চলছিল ঘটনাটি। আশেপাশে নীরব দর্শক মানুষ। পথচারী এক ব্যক্তি একের পর এক উত্তপ্ত বাক্য ছুড়ে দিচ্ছিলেন রিকশাচালকের প্রতি। দিচ্ছিলেন গালাগালও। একপর্যায়ে তেড়ে গিয়ে সজোরে চড় বসালেন মাঝবয়সী রিকশাচালক ব্যক্তিটির গালে। চড় খেয়ে চালক অসহায়ের মতো প্রতিবাদ করলেন না। তাতেও ক্ষ্যান্ত হননি পথচারী ওই ব্যক্তি। ফের একের পর এক আঘাত করতে লাগলেন রিকশাচালক ব্যক্তিটির নাকে-মুখে। আঘাত সইতে না পেরে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ওই চালক মাটিয়ে লুটিয়ে পড়েন।

এমনই একটি ঘটনার ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঙ্গলবার এই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে গেলেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির কোনো হদিস মেলেনি। তবে ভিডিও দেখে মনে হচ্ছে, এটি পুরনো ঢাকার কোনো এলাকা। কয়েকজন স্থানটিকে শনাক্ত করার চেষ্টা করেছেন। তারা বলছেন, এটি বংশাল এলাকার। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের কাছাকাছি সড়কে।

ভিডিওতে দেখা যায়, মাটিতে লুটিয়ে পড়লেনও ক্রোধ পড়েনি ওই পথচারীর। তিনি মাটিয়ে লুটিয়ে পড়া চালককে টেনে তুলে মারতে থাকেন।

এক মিনিট পাঁচ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটি দেখে অনেকে, রিকশাচালককে মারধর করা ওই ব্যক্তির বিচার দাবি করছেন। ভিডিওটির নিচে মতামত জানাচ্ছেন নিজের মতামত।

এর আগে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের নির্যাতনের খবর চাউর হলে সেই অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। এমন অনেক নজির আছে। নেটিজেনরা বলছেন, একজন রিকশাচালক কী এমন অপরাধ করতে পারে যে তাকে এভাবে অমানসিকভাবে নির্যাতন করতে হবে? রিকশাচালককে অসহায় পেয়ে তিনি যা ইচ্ছা তা করতে পারেন না। তাই নির্যাতনকারী ব্যক্তিকে খুঁজে বের করে যথোপযুক্ত শাস্তির দাবি তুলেছেন তারা।

About reviewbd

Check Also

চাচির গো”স”লের ভিডিও করে চাচার কাছে টাকা দাবি!

টাঙ্গাইলের বাসাইলে চাচির গোসলের দৃশ্য ভিডিও করে সেটি ছড়ানোর হুমকি দিয়ে টাকা দাবি করার অভিযোগ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *