বৃষ্টির জন্য খোলা আকাশের নীচে নামাজ, কয়েক ঘন্টা পরেই বৃষ্টি

পটুয়াখালী জেলাসহ সারা দেশব্যাপি দাবদাহ বেড়ে দেশের দক্ষিণ অঞ্চলের কৃষকের বোরো এবং রবি ফসল পানির অভাবে ক্ষতির সম্মূখীন। এই তাপতাহ থেকে রক্ষা এবং বৃষ্টি হওয়ার জন্য আল্লাহ তালার কাছে খোলা আকাশের নীচে দুই রাকাআত ইজতেখারা নামাজ আদায় করা হয়। মঙ্গলবার (৪ মে) সকাল ১০ টায় সদর উপজেলা পরিষদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে সকল পেশার শত শত মানুষ এই নামাজে অংশ গ্রহণ করেন।

নামাজের ইমামতি করেন পটুয়াখালী বহালগাছিয়া বাধঁঘাট জামে মসজিদের খতিব মাওলানা মো.রেদওয়ানুল হক। নামাজ শেষে আল্লাহর নিকট দোয়া মোনাজাত করে কান্না করেন তারা। নামাজ শেষ হবার কয়েক ঘন্টা পরি বৃষ্টি শুরু হয়। তীব্র গরমে অবসান ঘটে। তবে বৃষ্টি বর্ষণ বেশি সময় হয়নি।

সরেজমিনে দেখা যায়, বৃষ্টির অভাবে কৃষক আউশ ধান আবাধ করতে পারছে না। রবি ফসলের বড় ধরনের ক্ষতির মধ্যে পরছে কৃষক।

আব্দুল কাইয়ুম নামক এক কৃষক বলেন, আমরা বৃষ্টির অভাবে ফসল ফলাতে পারছি না তাই আল্লাহর কাছে নামাজ পরে দোয়া করলাম আল্লাহ আমাদের দোয়া কবুল করছে।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *