গা’জা পুনর্গঠনে এগিয়ে আসছে মিসর ও চীন

টানা ১১ দিনের ই’সরায়েলি বর্বর হা’মলার তাণ্ডবে বিধ্বস্ত গা’জা পুনর্গঠনে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ।

ইতোমধ্যে ৫শ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মিসর। আর চীন স্বাস্থ্যখাতে সহায়তার পাশাপাশি ২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে ফি’লিস্তিনিকে।

গত কয়েক দিনের ই’সরায়েলি বিমান হা’মলা থেকে রক্ষা পায়নি গা’জার আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা, স্কুল-কলেজ এমনকি হাসপাতালও। আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পর, বাসস্থান আর খাদ্য সংকটে ফি’লিস্তিনিরা।

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকটে থাকা ফি’লিস্তিনকে আরও চাপে ফেলতেই বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ই’সরায়েল। পরিকল্পতি উদ্যোগ ছাড়া গা’জা পুনর্গঠন অসম্ভব বলেও মনে করছেন তারা।

এমন পরিস্থিতিতে মিসর এবং চীনের এই সাহায্য ধ্বংসপ্রায় গা’জা পুনর্গঠনে সাহায্য করবে বলেই আশা করছেন ফি’লিস্তিনি প্রশাসন।

About reviewbd

Check Also

অহঙ্কার করা ভালোনা! রানু মণ্ডল তার প্রমাণ

কলকাতার রানাঘাটের স্টেশনের ভিক্ষুক থেকে মুম্বাইয়ের রেকর্ডিং স্টুডিওতে জায়গা করে নিয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ার বদৌলতে রাতারাতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *