পানিতে তলিয়ে গেছে বিয়ে বাড়ি, কোলে করে বউ নিয়ে গেলো বর

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পানির উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বুধবার দেশের অনেক জে’লার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উপড়ে পড়েছে গাছপালা।

নতুন খবর হচ্ছে, বরিশালের বাবুগঞ্জ উপজে’লার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দ্রা চালকের মে’য়ের বিয়ের দিন নির্ধারণ ছিল বুধবার (২৬ মে)। কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা।

জানা গেছে, বর যাত্রী আর আমন্ত্রিত অনেক অ’তিথি আসেন নৌকা করে। তবে কনে বাড়ি এসে বিপাকে পড়েন বরযাত্রীরা। পরে কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বুধবার বিকেলে পানিতে ডুবে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *