রূপ লাবণ্য বাড়াতে তারুণ্য ধরে রাখা চাই। নিয়মিত ত্বকের পরিচর্যা ও কয়েকটি সহজ উপায় মেনে চললে তারুণ্য ধরে রাখা সম্ভব। সঠিক পরিচর্যার অভাবে অনেকেই বুড়িয়ে যান অল্প বয়সেই। উল্টোদিকে তাকালে দেখা যায় অপেক্ষাকৃত বয়স্কদের বেশ ফিট ও ছিমছাম দেখা যায়।
শুধু চেহারায় তারুণ্য ধরে রাখতে নয়, পুরো শরীরে চাঙ্গাভাব ধরে রাখতে স্বাস্থ্যসচেতন হওয়া জরুরি। ঠিকমতো ঘুমানো, শারীরিক ব্যায়াম করা, পর্যাপ্ত পানি পান করা, সবুজ সবজি গ্রহণ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য চেহারায় লাবণ্য ধরে রাখতে আলু ও অ্যাপেলের প্যাক। চলুন তাহলে জেনে নেওয়া যাক চেহারায় লাবণ্য ধরে রাখতে আলু ও অ্যাপেলের প্যাক তৈরি পদ্ধতিঃ
আলু ও অ্যাপেলের প্যাক:
উপকরণঃ (১) আলু (২) আপেলের পেস্ট
তৈরি ও ব্যবহার পদ্ধতিঃ (১) ১ টি আলুর পেস্ট, ২ টেবিল চা চামচ আপেলের পেস্ট দিয়ে একটি প্যাক তৈরি করে নিন।
(২) প্যাক টি বানানো হয়ে গেলে মুখের ত্বক পরিষ্কার করে নিয়ে তা মুখের ত্বক এ লাগিয়ে নিন।
(৩) শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
এই প্যাকটি ত্বককে ন্যাচারাল গ্লো দেয় এবং নিস্তেজ ত্বককে উজ্জ্বল করে থাকে।তাহলে আর দেরি না করে আজই এই প্যাকটি তৈরি করে নিন এবং চেহারায় লাবণ্য ধরে রাখুন সবসময়