মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে জনপ্রতি নেন ২০ হাজার টাকা। এরপর ভাসানচর থেকে নৌকায় তুলে সমুদ্রের এদিক-সেদিক ঘুরিয়ে নামিয়ে দেন চট্টগ্রামের মিরসরাইয়ের সমুদ্র উপকূলে। আর বললেন ‘এইতো মালয়েশিয়া’।
ভাসানচর থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ১০ রোহিঙ্গা ও দালাল চক্রের তিন সদস্যকে আটকের পর বেরিয়ে এসেছে এমনই তথ্য।
রোববার রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের চরশরৎ সমুদ্র উপকূলীয় এলাকা থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার আটকের বিষয়টি নিশ্চিত করেন ওসি (তদন্ত) হেলাল উদ্দিন।
আটকরা হলেন- নূর জাহান বেগম, রেহানা আক্তার, আছিয়া বেগম, নূর খাইয়াছ, মিনারা বেগম, মনিয়া বেগম, কহিনা আক্তার, জিসান, জান্নাতুল নাঈমা ও জেসমিন আক্তার।
আটক হওয়া দালাল চক্রের সদস্যরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বেলাল হোসেন, মো. জুয়েল ও সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম।
ওসি (তদন্ত) হেলাল উদ্দিন বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া পৌঁছে দেয়ার কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে জনপ্রতি ২০ হাজার টাকা করে নেন দালাল চক্রের সদস্যরা। এরপর নৌকায় তুলে সমুদ্রের বিভিন্ন এলাকা ঘুরিয়ে রোববার রাতে মিরসরাইয়ের চরশরৎ এলাকার সমুদ্র উপকূলে নামিয়ে দেন। বিষয়টি সেখানে বঙ্গবন্ধু শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের নজরে আসে। পরে তাদের আটক করে থানায় হস্তান্তর করেন তারা।
তিনি আরো বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গাদের কাছে থেকে টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেছেন দালাল চক্রের সদস্যরা। তাদের বিরুদ্ধে মানবপাচার আইনে ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিবাসী আইনে মামলার পর সোমবার সবাইকে আদালতে পাঠানো হয়েছে।