সু’স্থ থাকতে ঘরবাড়ি প’রিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়। বিশেষ করে খেয়াল রাখতে হয় কীটপতঙ্গ যেন না হয়। এগুলো ঘরে জী’বাণুর সৃষ্টি করে।
রান্নাঘর, বাথরুম, ড্রয়িং রুম, বারান্দা থেকে শোওয়ার ঘর, সর্বত্রই এদের উপ’স্থিতি লক্ষ্য করা যায়। এর মধ্যে তেলাপোকা খুবই বির’ক্তিকর। খাবার দাবারের উপর অবাধ বিচরণ এদের। আর তেলাপোকা ঘর থেকে দূ’র করা খুবই কষ্টের। তবে ঘরোয়া এই উপায়ে আপনি পুরোপুরি দূর ক’রতে পারবেন তেলাপোকা। জে’নে নিন উপায়-
এর জন্য আপনার দরকার হবে পে’ট্রোলিয়াম জে’লি। ঘরে থাকা পে’ট্রোলিয়াম জে’লি আপনাকে সহায়তা করবে তেলাপোকা দূ’র ক’রতে। একটি পাত্রে পে’ট্রোলিয়াম জে’লি নিয়ে তার সঙ্গে আম, আপেল এবং কলার খোসা দিয়ে দিন। এবার ঘরের যেসব জায়গা দিয়ে তেলাপোকা প্রবেশ করে সেই জায়গায় পাত্রটি রেখে দিন।
ফলের গন্ধে তেলাপোকা মা’রা যাবে। দেখবেন পাত্রের চারিদিকে মরে আছে তেলাপোকা। ম’রা তেলাপোকা জমলেই প’রিষ্কার করে সাবান পানি ছিটিয়ে দিন। এক সপ্তাহের মধ্যে দেখবেন ঘরে আর তেলাপোকা আ’সছেই না।