চি’কেন ফ্রাই অর্ডার করে পেলেন ‘তেলে ভাজা তো’য়ালে’

অনলাইনে অর্ডার করে এক পণ্যের প’রি’ব’র্তে ভিন্ন পণ্য পাওয়ার অ’ভি’জ্ঞ’তা কম-বেশি সবারই আছে। এক খাবার অর্ডার করে তার ব’দ’লে অন্য কোনো খাবার আসলে সেটা হয়তো মানা যায়, কিন্তু খাবারের প’রি’ব’র্তে ডুবো ‘তেলে ভাজা তো’য়ালে’ পেলে কেমন লাগবে?

অদ্ভুত শোনালেও সত্যিই জনপ্রিয় একটি ফাস্ট ফুড চেইন থেকে চি’কে’ন ফ্রাই বা ভাজা মুরগি অর্ডার করে তার প’রি’ব’র্তে একটি ভাজা তো’য়ালে পেয়েছেন ফিলিপাইনের এক নারী।

মিস পেরেজ নামের ওই ভু’ক্ত’ভো’গী নারী সা’মা’জি’ক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার এই “অখাদ্য” খাবারের ছবি দিয়ে একটি ভিডিও-ও শেয়ার করেছেন। আর মূ’হু’র্তেই সেই ভিডিওটি ভা’ই’রা’ল হয়ে পড়েছে ফেসবুক। তার পোস্টটি এ প’র্য’ন্ত ২০ লাখ বার দেখা হয়েছে এবং শেয়ার করা হয়েছে প্রায় ৮৭ হাজার বার।

ভিডিও-তে পেরেজ জানান, ছেলের জন্য “মেট্রো ম্যানিলা”র একটি জলিবি আউটলেট থেকে “চি’কে’নজয়” খাবারটি অর্ডার করেছিলেন। তবে তার প’রি’ব’র্তে যা পেয়েছেন তাতে মোটেও “জয়”(আনন্দ) খুঁজে পান নি তারা।

পেরেজ বলেন, “আম’রা যখন খাওয়ার জন্য মুরগীর টুকরোগুলো মুখে নিয়ে কা’ম’ড়া’চ্ছিলাম তখনই বুঝি এটা কিছুতেই ছিঁড়ছে না। তারপর যখন হাত দিয়ে টেনে ছেঁড়ার চেষ্টা করি তখন আমি অ’বা’ক হয়ে যাই এটা দেখে কারণ এটা কোনো মুরগি না একটা তেলে ভাজা নোং‘রা তো’য়ালে ছিল। বিষয়ট সত্যিই জ’ঘ’ন্য ছিল।”

মেট্রো নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পেরেজ বলেন, “হয়তো রুটি তৈরির ম’য়’দা মাখানোর সময়ই তো’য়ালেটি মিশ্রণের মধ্যে পড়ে যায়। সেই নোং’রা চি’কে’নজয়গুলো কোন অভাগা গ্রা’হ’কের পেটে গিয়েছি কে জানে!”

মেট্রো নিউজের প্র’তি’বে’দ’নে বলা হয়, এ বিষয়ে জলিবি ফুডস কর্পস জানিয়েছে, ভা’ই’রা’ল ভিডিওটির কারণে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি উ’দ্বে’গ উত্থাপিত হওয়ায় তাদের ওই শাখাটি বর্তমানে অস্থায়ীভাবে বন্ধ আছে।

তবে সংস্থাটি বলছে, এ জা’তী’য় ঘটনা যাতে আবারও না ঘটে তা নিশ্চিত করতে তারা কর্মচারীদের পু’ন’রা’য় প্রশিক্ষণ দেবে।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *