সময়ের সেরা আলোচিত নাম আবু ত্ব-হা-মুহাম্মদ। বেশ কিছুদিন ধরে আলোচনায় রয়েছেন তিনি। ফের খবরের শিরোনাম হলেন এই ইসলামিক বক্তা। নতুন খবর হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ তার তিন সঙ্গীর সন্ধানের দাবিতে মানববন্ধন করেছেন রংপুরবাসী। দ্রুত সময়ে সন্ধান পাওয়া না গেলে সারাদেশে গণআন্দোলনের হুমকি দেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।
মঙ্গলবার (১৫ জুন) রংপুর প্রেসক্লাব চত্বরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। সচেতন রংপুরবাসী, নিপীড়নের বিরুদ্ধে রংপুর, রংপুর বিভাগীয় কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত সমাবেশে আদনানের পরিবার, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, অনুরাগীসহ রংপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আলোচিত ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানসহ তার সঙ্গী আব্দুল মুকিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দিন ফয়েজ পাঁচ দিন ধরে নিখোঁজ। তাদের সন্ধান না পাওয়াটা উদ্ধেগজনক। তাদের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী এখন কার্যকর পদক্ষেপ নেয়নি। দ্রুত সময়ে পুলিশ কার্যকর ব্যবস্থা নিলে তাদের সন্ধান পাওয়া সম্ভব।
সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমরান, ফয়সাল, ইয়াসির আরাফাত, আহমেদ বাবু, জামান, ফাহিম ও রায়হান কবীরসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসার মুসল্লি, শিক্ষক-ছাত্ররা।