চিত্রনায়িকা পরীমনির মা;মলার আ’সামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে সোমবার (১৪ জুন) দুপুরে গ্রে;প্তার করেছে পু;লিশ। এদিন উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের নিজ বাসা থেকে তাকে গ্রে;প্তার করে মহানগর গো;য়েন্দা (ডিবি) পু;লিশ।
পু;লিশের গাড়িতে ওঠানোর আগে সাংবাদিকদের সামনে পরীমনির আনা অ’ভিযোগ অস্বীকার করেন নাসির উদ্দিন মাহমুদ।
তিনি নিজেকে নি;র্দোষ দাবি করে বলেন, ‘আমি বুধবার (৯ জুন) রাতে যখন ক্লাব থেকে বের হই তখন তারা (পরীমণি ও তার বন্ধু) ক্লা;বে ঢু;কে। তারা তখন ম;দ্যপ অবস্থায় ছিলো। তাদের মধ্যে একটি ছে’লে উ;শৃঙ্খল ছিলো।
ক্লা;বে ঢোকার পর আমাদের বারের কাউন্টার থেকে বড় বড় ও দামি ড্রিংকসের বোতল জো;র করে নেওয়ার চে;ষ্টা করে তারা। তখন আমি তাদের কাছে গিয়ে বলি, আপনারা ড্রিংকসগুলা নিতে পারেন না।
আমি তাদের বাধা দেই। আমি বলি, এটা শুধু;মাত্র ক্লা;বের মেম্বারদের জন্য। এখান থেকে ম;দ নিতে হলে তোমাদের কোনো সদস্যের অ্যাকাউন্টের বিপরীতে নিতে হবে। তারপর আমি আমা’র সিকিউরিটিদের ডাক দেই। নি;রাপ;ত্তারক্ষীরা এসে তাদের নিয়ে যায়।’
প্রসঙ্গত, অ;ভিযু’ক্ত নাসির ইউ মাহমুদ ঢাকা বোট ক্লাবের সদস্য। তিনি ৩৭ বছর ধরে ডেভেলপার ব্যবসায়ে আছেন। ১০ বছর ধরে মাহমুদ কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। কুঞ্জ ডে;ভেলপা;র্সের আগে তিনি মাহমুদ বিল্ডার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনের এমডি ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগ থেকে পড়াশোনা করেন। তিনি ও তার প্রতিষ্ঠান সরকারের গ;ণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি), রাজউক, রেলওয়েসহ সরকারি-বেসরকারি নানা ঠিকাদারি কাজ করেন।
নাসির ইউ মাহমুদ বাংলাদেশ অ্যা;সোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সাবেক নির্বাহী পরিষদের সদস্য। তিনি ২০১৫, ২০১৬ এবং ২০১৭ সালের উত্তরা ক্লাবের নির্বাচিত সভাপতি, লায়ন ক্লাবের ঢাকা জোনের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়াও তিনি জাতীয় পা;র্টির (জা’পা) এ;কজন প্রে;সিডিয়াম সদস্য। ২০২০ সালের ২৮ ডিসেম্বর জা’পার ৯ম কাউন্সিলে তাকে প্রে;সিডিয়াম সদস্য করা হয়।