সাভার থা’নায় যে মা’মলা হয়েছে, সেই মা’মলার এজাহারের বর্ণনার সঙ্গে পরীমণির বক্তব্যের মিল পাচ্ছেন না ত’দন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ কারণে পরীমণির অ;ভি;যোগ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ত’দন্ত সংশ্লিষ্টরা ইতোমধ্যে ঘটনার আদ্যোপান্ত জানতে ঢাকা বোট ক্লাবের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছেন।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পাশাপাশি ত’দন্ত-সংশ্লিষ্ট পু’লিশ কর্মকর্তারা ঘটনার দিন রাতে ঢাকা বোট ক্লাবের দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের সঙ্গেও কথা বলেছেন। ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন পরীমণির কাছেও। তবে প্রাথমিক ত’দন্তে বোট ক্লাবের ঘটনার সঙ্গে পরীমণির অ;ভিযো;গের অনেক কিছু মিলছে না বলে মনে করছেন তদ;ন্ত সংশ্লিষ্টরা।
;মা;ম;লার ত;দন্ত তদারক কর্মকর্তা ঢা;কা জে’লা পু’লিশের অতিরিক্ত পু’লিশ সুপার (সাভা’র সার্কেল) আব্দুল্লাহিল কাফি বলেন, ‘আমরা প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য যা যা করণীয় সবই করছি। সেই রাতে ক্লাবে কী’ ঘটেছিল, নিবিড়ভাবে ত’দন্ত করে আমরা সেই সত্য তুলে আনতে চাই। ত’দন্তে প্রাপ্ত তথ্য আমরা আ’দালতে জমা দেবো।’