একসঙ্গে একাধিক পুরুষকে বিয়ে করতে পারবেন যে দেশের নারীরা

দক্ষিণ আফ্রিকার নারীরা একসঙ্গে একাধিক পু’রুষকে বিবাহ করার অনুমতি পেতে যাচ্ছেন। সেই সঙ্গে পু’রুষেরাও এক বা দুইয়ের অধিক স্ত্রী একসঙ্গে রাখতে পারবেন। সম্প্রতি দেশটির সরকার বিবাহ আইন সংশোধন করে নতুন এ আইন প্রণয়ন করতে যাচ্ছে।

দেশের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হওয়ার পর অ’ভিজ্ঞ ও সচেতন মহলে হাস্যরসের সৃ’ষ্টি হয়েছে। দক্ষিণ আফ্রিকার স্বরা’ষ্ট্র মন্ত্রণালয় দেশে ধxxণ ও নারী নি’র্যা’তন কমিয়ে আনার জন্য সম্প্রতি দেশে বিবাহ আইন সংশোধন করে নতুন এ আইন প্রণয়ন করার সি’দ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

দেশের বিবাহ আইনগু’লো পরিবর্তন হলে নিকট ভবি’ষ্যতে দক্ষিণ আফ্রিকার মহিলারা একসঙ্গে একাধিক স্বামীর সঙ্গে বিবাহের অনুমতি পাবেন, ঠিক তেমনই পু’রুষেরাও একসঙ্গে দুইয়ের অধিক স্ত্রী নিয়ে থাকতে পারবেন। স্বরা’ষ্ট্র মন্ত্রণালয় নারী-পু’রুষের বহুবিবাহের বৈধকরণ বিবাহ

সম্পর্কিত ৬৭ পৃষ্ঠার গ্রিন পেপার ইতোমধ্যে তৈরি করে তা প্রকাশ করেছেন। আগামী জাতীয় সংসদ অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে তা পাস হলে আইনটি বাস্তবায়নের জন্য সংশ্লি’ষ্ট বিভাগে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানা গেছে। স্বরা’ষ্ট্র মন্ত্রণালয় নথিতে জোর দিয়ে বলেছে যে,

সরকার একটি নতুন বিবাহ আইন তৈরি করার চে’ষ্টা করেছে; যাতে দেশের প্রত্যেক নাগরিক আইনি বিধিমালার মধ্যে স্বীকৃত করে একাধিক বিয়ে করতে পারবেন। নতুন আইনে বলা হয়েছে- অতীতে অধিকাংশ বিয়েগু’লো ধর্মীয় বিধান মেনে হওয়ার কারণে আইনের কোনো বাধ্যবাধকতা মানা ‘হতো না।

এতে বিয়ে এবং ডিভোর্স নিয়ে সমস্যা ‘হতো। নতুন আইনে একজন নারী-পু’রুষ একাধিক স্বামী কিংবা স্ত্রী নিয়ে একসঙ্গে বসবাস করতে পারবেন; তাতে কোনো আইনি ঝামেলা হবে না। নতুন এ আইন পাস হলে নারী-পু’রুষ বিয়ের ব্যাপারে আইনি স্বাধীনতা পাবেন বলে মনে করে দেশের স্বরা’ষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরা’ষ্ট্রমন্ত্রী ডা. অ্যারন মোটসোলেদী, স্বরা’ষ্ট্র মন্ত্রণালয়ের কর্মক’র্তা, দেশের সনাতন নেতা, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ, নারী নেতা এবং মানবাধিকার কর্মীদের সমন্বয়ে সরকার নতুন বিবাহ আইনের গ্রিন পেপার তৈরি করেছে।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *