কোরবানির মৌসুমকে সামনে রেখে পাঁচ বন্ধু বেনাপোল থেকে গরু কিনে চট্টগ্রামে এনে বিক্রির পরিকল্পনা করেছিলেন। কিন্তু কে জানত, এই পরিকল্পনাই ইতি টানবে তাদের জীবনের।
পরিকল্পনা মোতাবেক কোরবানির গরু আনতে চট্টগ্রাম থেকে যশোর গিয়েছিলেন তারা চারজন। কিন্তু সড়ক দু;র্ঘট;না তাদের বানিয়ে দিল লা;;শ।
যশোরেই ট্রা;কের সাথে যাত্রীবাহী মাইক্রো;বাসের মুখোমুখি ;সং;ঘর্ষে হলে তারা; নি;হ;ত হন। নি;হ;ত;দে;র মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা ইকবাল চৌধুরীর সন্তানও রয়েছেন। তাদের সকলের বাড়ি চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায়। রোববার (২৭ জুন) দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল রোডের ধোপাখোলা এলাকায় এ দু;র্ঘ;টনা ঘটে। এ সময় একজন গু;রুতর আ;হত হয়। দু;;র্ঘট;নায় নি;হ;ত চার জন হলেন- রাছাম; চৌধুরী সাদমান, মো. সৈয়দ, নইম ও জনী। তাদের সাথে থাকা মো. সাহাবুদ্দীন নামে অপর একজনকে গুরুতর আ;হ;ত অবস্থা;য় য;শোর জেনারেল হা;সপাতালে চিকি;ৎসাধীন রয়েছে।
জানা গেছে, কোরবানীর ঈদকে সামনে রেখে গরু কিনতে মাইক্রোবাস যোগে যশোরের সাতমাইল হাটে যাচ্ছিলেন সাদমান।
তার সঙ্গে ছিলেন আরও তিন জন। শনিবার (২৬ জুন) রাতে চট্টগ্রাম থেকে যাত্রা করেন তারা। সাদমান চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরীর বড় সন্তান।
যশোর জেলা ছাত্রদলের সভাপতি রা;জিনুর রহমান সাগর বলেন, ‘ঘটনাস্থলেই রাফসান চৌধুরী সাদ;নাম নি;হ;ত হয়েছে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্র;দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি গা;ড়িটি চালাচ্ছিলেন।’
যশোর-বেনাপোল সড়;;কের নাভারণ হাইওয়ে থানার পরিদর্শক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে তিনজন এবং যশোর জেনারেল হাসপাতালে একজন নি;হ; ত হয়েছে। নি;হ;ত;দের ম;র;দে;হ হাইওয়ে থানা;য় নেওয়া হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা; করে ম;রদে;হ হস্তান্তর করা হবে।