সৈকতে ভেসে এল কয়েক হাজার বিরল প্রজাতির ‘মাছ’, চাঞ্চল্য স্থানীয়দের মধ্যে

দিঘার সৈকতে পড়ে রয়েছে সারি সারি মাছের মতো কোনও জীব। এনিয়ে চাঞ্চল্য ছড়াল মত্সজীবী ও এলাকার মানুষের মধ্যে।

মাছের মতো দেখতে কয়েক হাজার ওইসব প্রাণীকে দেখে মত্সজীবীদের অনেকেই বলেন, এগুলি মাছ নয়। এমন মাছ তারা কোনও দিন দেখেননি। অবাক স্থানীয়রাও। কেউ বলছে মাছ নয়, সামুদ্রিক ব্যাঙ। আসলে ওইসব প্রাণীগুলি কী তা জানাতে খবর দেওয়া হয় মত্স বিশেষজ্ঞদের।

স্থানীয়দের দাবি, সোমবার সকাল ১১টা নাগাদ মত্সজীবীদের জালে ধরা পড়ে ওইসব প্রাণী। অনুমান করা হচ্ছে জালে ধরা পড়ার পর প্রাণীগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এখন সৈকতে(Digha Beach) এসে হাজির হওয়া এইসব প্রাণী পচে গিয়ে দূষণ ছড়াতে পারে। তাই কে বা কারা এদের মেরেছে তা যেমন জানার চেষ্টা উচিত তেমনি এইসব প্রাণীগুলিকে দ্রুত পুঁতে ফেলা উচিত।

৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এটি বড়সড় চমক। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন। তবে কোন কোন পর্যটক এ সুবিধা পাবেন তাও পরিষ্কার করেছেন নির্মলা সীতারামন।

সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনও ভিসার ফি দিতে হবে না।’

নির্মলা সীতারামনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, এর মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে সেই পর্যন্তই এ অফার কার্যকর হবে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। তিনি জানিয়েছেন ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত।

খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ওয়েভের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *