অনুষ্ঠানে হঠাৎ পুলিশ, খাবার রেখে দৌড়ে পালাল বর-কনেসহ ৫০০ অতিথি

সোমবার (২৮ জুন) দুপুরের চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় বিয়ে অনুষ্ঠানে বর-কনেসহ উপস্থিত কয়েকশ অতিথি। সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই চলছমকান্ড আয়োজন। কিন্তু হঠাৎ হাজির পুলিশ। আর তাতেই সব পণ্ড। পুলিশের গাড়ি দেখেই দৌড়ে পালালে’ন বর-কনেসহ অনুষ্ঠানে উপস্থিত কয়েকশ অতিথি।

ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, লকডাউনে সরকার বিয়ে’সহ যেকোনো ধরনের জনসমাগমে নিষেধাজ্ঞা দিয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন’ও জারি হয়েছে। এরই মধ্যে নোয়াপাড়া এলাকার কর্ণফুলী কনভেনশন হলে চার থেকে পাঁচশ লোকের আয়োজনে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। গোপন সূত্রে সংবাদ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

কমিউনিটি সেন্টারের সামনে পুলিশের গাড়ি দেখেই বর রফিকুল ইসলাম ও কনে শাহনাজ বেগমসহ উপস্থিত সবাই পালিয়ে যান। পরে কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক ও পাত্রীর বাবাকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

এদিকে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘সোমবার সরকারি নিষেধাজ্ঞার মধ্যে বিয়ের আয়োজন করায় রাউজানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে পুলিশ দেখে সবাই পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক জামাল উদ্দিন বাদশা ও পাত্রীর বাবা মো. জামাল উদ্দিন আটক করা হয়। কিন্তু প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *