কোপা আমেরিকার ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স, টেন টু এবং টেন ত্রি চ্যানেল। ১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে এসেছে লিওনেল মেসিরা। অন্যদিকে, ব্রাজিল ফাইনালে এসেছে পেরুকে ১-০ গোলে হারিয়ে।
২টি বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবং ৫টি বিশ্বকাপজয়ী ব্রাজিলের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটায় কোপা আমেরিকায় এগিয়ে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১৪ বার দক্ষিণ আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।