প্রথমে যুবকদের ভুলিয়ে-ভালিয়ে বাসায় নিতেন সুন্দরী রূপা। এরপর জিম্মি করে সম্মান ;হা;নি;র ভয় দেখিয়ে দাবি করতেন টাকা। এতেও কাজ না হলে দিতেন মামলার হু;ম;কি। সুন্দরী রূপার ফাঁ;দে পড়ে স;র্ব;না;শ হয়েছে অনেকের।
একইভাবে এক যুবককে ফাঁদে ফেলে টাকা আদায়ের চেষ্টা করছিল চক্রটি। খবর পেয়ে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে আটক করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। একই সঙ্গে ওই যুবককে উদ্ধার করা হয়।
আটকরা হলেন- পারভেজ হোসেন জুয়েল, মো. সাইদুল ইসলাম, আশরাফুল আলম ওরফে সাগর ও রহিমা আক্তার রুপা।
ওসি বলেন, আটক চারজন সংঘবদ্ধ অ;প;হ;র;ণ;কা;রী চক্রের সদস্য। প্রথমে প্রেমের ফাঁ;দে ফে;লে বিভিন্ন বয়সী মানুষকে বাসায় ডেকে নিতেন তাদের নারী সদস্য রূপা। এরপর জিম্মি করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে থানায় নেয়ার ভয় দেখিয়ে আদায় করতেন টাকা।
একই কায়দায় শুক্রবার এক যুবককে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা করছিলেন তারা। একপর্যায়ে ওই যুবকের চিৎকারে আশপাশের লোকজন থানায় খবর দেন। পরে ভু;ক্ত;ভো;গী যুবককে উদ্ধার ও চক্রের চার সদস্যকে আটক করা হয়। মামলার পর শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।