শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে। তবে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে সরকার এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিচ্ছে না।মঙ্গলবার গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
উপমন্ত্রী বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান আবার খুলতে চায়। তবে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে এখনই স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলতে পারছি না। কীভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলে দেয়া যেতে পারে সেই লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, স্কুলগুলো আবার খুলে দেয়ার বিষয়ে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ও সংশ্লিষ্ট অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
উপমন্ত্রী বলেন, এরই মধ্যে মাধ্যমিকের প্রায় ৬৫ শতাংশ ও প্রাথমিকেরও কিছু শিক্ষককে ভ্যা;ক;সি;ন দেয়া হয়েছে। আমরা আশা করি, শিগগিরই ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষককে টিকা দেয়া হবে। অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীরা ভ্যা;ক;সি;ন পাচ্ছেন। এটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করার পক্ষে একটি বড় ব্যবস্থা।