বিয়ের খাবার না খেয়েই নতুন বউকে নিয়ে লঞ্চের ছাদে রাসেল

আগামীকাল শুক্রবার (২৩ জুলাই) সকাল ছয়টায় কঠোর লকডাউন শিথিল করার মেয়াদ হচ্ছে। এর এসময় বন্ধ থাকবে বাস, ট্রেন ও লঞ্চ চলাচল। এদিকে লকডাউনে ঢাকায় ফিরতে করেছেন মানুষ। যে যেভাবে পারছেন রাজধানীতে ফিরছেন। নতুন বিয়ে করেছে রাসেল। বিয়ের আনুষ্ঠানিকতা বলতে কেবলই আকদ পর্যন্ত হয়েছে।

লকডাউনের কারণে আর আতিথেয়তার সম্ভব হয়নি। বিয়ের খাবার না খেয়েই ছুটতে হয়েছে কর্মস্থলের জন্য। রাসেল নতুন বউকে নিয়ে লঞ্চের কেবিনে যাওয়ার ইচ্ছা ছিল রাসেলের। তাও হলো না। অস্বাভাবিক যাত্রীর চাপে শেষে লঞ্চের ছাদেই ঠাঁই হয়েছে নবদম্পতির।

বরিশালের জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নে বাড়ি বলছিলেন রাসেলের বোন পারভিন। তিনি বলেন, বিয়ের কথাবার্তা ঠিক ছিল গত ঈদে। কিন্তু তখন লকডাউন পড়বে দেখে বিয়ের আয়োজন করা হয়নি। এরপর উভয় পরিবার মিলে সিদ্ধান্ত নেয় কুরবানির ঈদে। আমরা ভেবেছিলাম আগের ১৪ দিন লকডাউন দেওয়ায় কুরবানির পর লকডাউন দিবে না। এজন্য ঈদের পরদিন বিয়ের আয়োজন করা হয়।

রাসেলের বোন পারভিন বলেন, গতকালও জানতাম না আগামীকাল শুক্রবার থেকে আবার লকডাউন দিবে। আজ দুপুরে শুনেছি তখন কেবল আকদ হয়েছে। আয়োজন ছিল খাবারের। কিন্তু লকডাউন ঘোষণার পরপরই খাওয়া-দাওয়া না করেই নতুন বউ নিয়ে ঢাকা রওয়ানা দিয়েছি। যেতে কষ্ট হবে। কিন্তু কিছু করার নেই। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে সেলসম্যানের কাজ করেন রাসেল। নব পরিণীতা স্ত্রীর বাড়ি পাশের ইউনিয়নে বললেও নাম বলেননি রাসেল।

তিনি বলেন, চেষ্টা করছি লঞ্চে একটি কেবিন সংগ্রহ করার। কিন্তু পাচ্ছি না। নতুন বউ নিয়ে এভাবে খোলা আকাশের নিচে যেতে কেমন দেখায়! আর একটা দিন পরে লকডাউন দিলে আর সমস্যা হত না। রাসেল বলেন, না পারলাম কোরবানির মাংস খেতে, না পারলাম বিয়ের অনুষ্ঠানটা করতে।

এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে দেশব্যাপী কঠোর লকডাউন জারি করে সরকার। এরপর এ লকডাউন ১৪ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর মধ্যে ঈদুল আজহার চাঁদ দেখা যাওয়ায় গরু ব্যবসায়ী এবং অর্থনীতির কথা চিন্তা করে ৮ দিনের জন্য ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করে আবার ১৪ দিনের জন্য কঠোর লকডাউন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

About reviewbd

Check Also

বাংলাদেশের ইলিশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কলকাতাবাসী

প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শুক্রবার থেকে কলকাতার বাজারে আসতে শুরু করেছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশের ইলিশ। তবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *