বিক্রি নয়া হওয়া সেই ‘কালা মানিক’ মা”রা গেছে

চৌদ্দগ্রামে মা”রা গেছে এক টন ওজনের ‘কালা মানিক’ নামের ব্রাহমা জাতের একটি গরু। মঙ্গলবার (২৭ জুলাই) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামে সরেজমিনে পরিদর্শনকালে এ চিত্র দেখা গেছে।

কালা মানিককে দেখতে এলাকার মানুষ ভিড় জমায়। দুপুর বেলায় গর্ত খুঁড়ে কালা মানিককে পুঁতে ফেলা হয়েছে।

কৃষক দ্বীন মোহাম্মদ বলেন, গত আট বছর ধরে নিজ বাড়িতেই একটি শেড দিয়ে ভাই ভাই ফার্ম পরিচালনা করছি। অনেক আদর যত্ন করেই ব্রাহমা জাতের গরুটি বড় করে তুলি। এটির ওজন এক টন। আদর করেই নাম দিয়েছি ‘কালা মানিক’।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার এক ব্যবসায়ী গরুটি আট লাখ টাকায় ক্রয় করেছিলেন। কিন্তু ঈদের কয়েকদিন আগে গরুটির শরীরে রোগ ধরা পড়ায় ব্যবসায়ীকে জানানো হয়। পরে ব্যবসায়ী আর গরুটি নেয়নি। নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ালেও রোগ ভালো হয়নি।

গত সোমবার রাতে খাওয়ানোর সময়ও গরুটি ভালো ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি-গরুটি আর জীবিত নেই।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *