আজ চলাচল করবে গণপরিবহন

গার্মেন্টসহ কলকারখানা শ্রমিকদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে আজ রোববার (১ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলবে সব ধরনের গণপরিবহন।

গণপরিবহন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। তথ্য অধিদফতরের তথ্য বিবরনীতে বলা হয়, গণপরিবহন বেলা ১২টা পর্যন্ত চলাচল করবে।

খন্দকার এনায়েত উল্যাহ যমুনা নিউজকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশনার ভিত্তিতে আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত গণপরিবহন চলবে। তবে আমরা কোনো লিখিত নির্দেশনা পাইনি। অনেক পরিবহন মালিক এখনও শিথিলের বিষয়টি সম্পর্কে জানেন না।

অন্যদিকে, শনিবার (৩১ জুলাই) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানিয়েছে, শিল্পকারখানায় ফেরার সুবিধার্থে আজ রাত (শনিবার) থেকে আগামীকাল (রোববার) দুপুর ১২টা পর্যন্ত সকল যাত্রীবাহী নৌযান চলাচল করবে।

এর আগে শুক্রবার (৩০ জুলাই) বিকেলে মন্ত্রীপরিষদ বিভাগের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, রোববার (১ আগস্ট) থেকে গার্মেন্টসহ রফতানিমুখী সকল শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

উল্লেখ্য, ঈদের তৃতীয় দিন (২৩ জুলাই) ভোর ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়। যা এখনো চলমান।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *