চুল পড়া নিয়ে অনেকেই চিন্তিত। ঘন ও লম্বা চুল চান না এমন মানুষ মেলা ভার। আপনি কি জানেন, পেঁয়াজ চুলের জন্য খুবই উপকারী? পেঁয়াজের তেল এ রয়েছে অনেক গুণ।
পেঁয়াজের তেল তৈরি করতে প্রথমে পেঁয়াজের রস বের করুন। একটি প্যানে নারকেল তেল ও পেঁয়াজের রস একসঙ্গে দিন। এরপর ভালোভাবে মেশান। ঠান্ডা হওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
তেল ছয় মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ব্যবহারের পদ্ধতি: পেঁয়াজের তেল লাগানোর জন্য চুলকে দুইভাগে ভাগ করুন। এরপর চুলের গোড়ায় তেল লাগান। হালকাভাবে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সঠিক নিয়ম মেনে লাগালে চুল ঘন ও নরম হয়। উপকারিতা: পেঁয়াজের তেল চুলকে গভীরভাবে কন্ডিশনিং করে।
শুষ্ক চুলের জন্য পেঁয়াজের তেল খুবই উপকারী। পেঁয়াজের তেল প্রয়োগ করলে চুলের রুক্ষভাব দূর হয় এবং চুলের গোড়াও মজবুত হয়। পেঁয়াজের তেল প্রয়োগ করে খুশকি দূর হয়, চুল পড়াও কমে যায়।