পুরু”ষদের শা”রী”রিক চাহিদা কত বছর পর্যন্ত স্থায়ী থাকে

শা”রী”রিক চাহিদা প্রতিটি মানুষেরই থাকে। বিবাহিত জীবনে দম্পতিদের মধ্যে ঘ”নিষ্ঠতা বাড়ায় শা”রী”রিক সম্পর্ক। অনেকের মনেই প্রশ্ন জাগে যে, পুরু”ষদের শা”রী”রিক চাহিদা কত বছর পর্যন্ত স্থায়ী থাকে? উত্তর হচ্ছে, পুরু”ষদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে থাকে যৌ”ন ইচ্ছাও। বয়সই তাদের যৌ”ন জীবনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

আসলে বয়সের সঙ্গে বেশ কিছু পরিবর্তন আসে পুরুষদের যৌ”ন জীবনে। যেমন- শু”ক্রা”ণুর পরিমাণ কমে যায়। যৌ”ন প্রক্রিয়া শেষ হতে অনেক সময় লেগে যায়। বী”র্য পতন খুব অল্প সময়ের জন্য হয়ে থাকে। স্বাভাবিক হতে প্রায় ১২ থেকে ২৪ ঘণ্টা সময় চলে যায়। সব থেকে বড় কথা হলো, যৌ”ন জীবন কিছুটা হলেও নির্ভর করে মানসিক এবং শা”রীরিক পরিস্থিতির ওপর। কিন্তু বয়সের সঙ্গে অনেকেরই মানসিক এবং শা”রীরিক কোনো ভাবেই স্বাভাবিক থাকে না। তাই তাদের যৌ”ন ইচ্ছাও কমে যেতে থাকে।

আরো যেসব কারণে যৌ”ন চা’হিদা কমতে থাকে সেগুলো হলো-

অসংযম জীবনযাপন
বয়সের সঙ্গে শ”রীরে নানান পরিবর্তন আসে। যেমন অনেকেই নিজের মূত্রকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাই যৌ”ন জীবনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়ে যায় এই শা”রী”রিক অবস্থা। আসলে বয়স বাড়লে শ”রীরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ আলগা হয়ে যায়। তাই কোনো কিছুতেই সংযম ঠিক ঠাক ভাবে থাকে না।

টে’স্টোস্টেরন হ”রমোনের হ্রাস
বয়সের সঙ্গে টে”স্টো’স্টেরন হর’মোনের হ্রাস ঘটতে থাকে। ৬০ বছর বয়স হলে ধীরে ধীরে কমেই যায়। যার সঙ্গে যৌ”ন ইচ্ছাও একেবারেই কমে যেতে থাকে। কিন্তু এখন টে”স্টো’স্টেরন প্রতিস্থাপন করার প্রক্রিয়া আবিষ্কার হয়েছে। যার ফলে অনায়াসেই অনেক বয়সেও স্বাভাবিক যৌ”ন জীবন উপভোগ করতে পারেন অনেকেই। এছাড়া যোগা করার ফলেও হ’রমোন নিঃসরণ স্বাভাবিক হয়ে থাকে।

শা”রী”রিক অসুস্থতা
শা”রী”রিক অসুস্থতার পথে অন্তরায় হয়ে দাঁড়ায় যৌ”ন জীবন। বেশিরভাগ ছেলের বয়সকালে হার্টের অসুখ, উচ্চ রক্তচাপের কারণে যৌ”ন জীবনের প্রতি অনীহা চলে আসে। যাদের হার্টের অসুখ থাকে যৌ”ন সম্পর্ক স্থাপনের পর তারা অসুস্থ হয়ে পড়েন। এছাড়া উচ্চ রক্তচাপের ক্ষেত্রেও এই একই সমস্যা দেখা দেয়।

ব্যথা
আর্থারাটিস, ব্যাক পেন ইত্যাদি ব্যথার কারণেও অনেক সময় স্বাভাবিক যৌ”ন জীবন উপভোগ করতে পারেন না অনেকেই। যৌ”ন সম্পর্ক স্থাপন করার সময় ব্যথা বেড়ে যায় অনেক সময়।

প্র”স্টেট অস্ত্রপচার
প্র”স্টেট অস্ত্রোপচার হওয়ার ফলে স্বাভাবিক যৌ”ন জীবন উপভোগ করতে পারেন না অনেকেই। তাই অস্ত্রপচার করার আগে আপনার ডাক্তারের সঙ্গে আপনার যৌ”ন জীবন সম্পর্কে পরামর্শ করে নিতে পারেন।

বিভিন্ন ওষুধ
বয়স হলেই বিভিন্ন রোগ এসে জমা হয় শরীরে। বিভিন্ন রোগের বিভিন্ন ওষুধ আর সেই বিভিন্ন ওষুধের বিভিন্ন প্রতিক্রিয়া যার ফলে স্বাভাবিক যৌ”ন জীবন তো দূর অস্ত, সুস্থ্য স্বাভাবিকভাবে বেঁচে থাকতেও পারন না অনেকেই। কখন কোন ওষুধ খাবেন তা মনে করতে করতেই সময় চলা যায়।

About reviewbd

Check Also

নারীদের এই ৩টি ভুলে সম্পর্কে ভাঙন ধরতে পারে

প্রেমের জোয়ারে ভাসার সময়ে মনে হয় যেন এই প্রেম চিরন্তন। পৃথিবী ওলটপালট হয়ে গেলেও প্রেমে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *