আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, এসএসসি, এইচএসসি ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে আসবে। ক্লাস ওয়ান, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে একদিন আসবে।
তিনি বলেন, যেহেতু ১৭ মাস শিক্ষার্থীরা ক্লাসে ছিল না, তাই ৪ ঘণ্টা, ৫ ঘণ্টা করে ক্লাস নেয়া হবে। তারপর ধীরে ধীরে ক্লাসের সময়সূচি স্বাভাবিক করা হবে। পরিস্থিতি বিবেচনা করে ক্লাসের সংখ্যাও বাড়ানো হবে।
দীপু মনি বলেন, ছাত্র-শিক্ষক সবাইকে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে উপস্থিত হতে হবে। মাস্ক পরা ছাড়া কেউ শ্রেণিকক্ষে প্রবেশ করতে পারবে না।