সাগরে ভাসছে ইলিশবোঝাই ট্রলার, ভেতরে নেই কেউ!

সুন্দরবনসংলগ্ন দণি বঙ্গোপসাগরে আলোরকোল এলাকায় একটি মাছ ধরা ট্রলার গত দুদিন ধরে ভাসছে। তবে ওই ট্রলারের কোনো লোকজন পাওয়া যায়নি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি।

এর আগে গতকাল সোমবার বিকেল থেকে ট্রলারটিকে সাগরে ভাসতে দেখে জেলেরা। ট্রলারটি ইলিশের বলে ধারণা করছে জেলেরা।

সুন্দরবন দুবলার চর ফিশ্যারম্যান সমিতির সভাপতি মো. কামাল উদ্দিনের বরাত দিয়ে গোলাম মোস্তফা চৌধুরী জানান, গত দুদিন ধরে সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ভাসছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ হওয়ায় সাগর উত্তাল থাকায় হয়তো ট্রলার বিকল হয়েছে। তবে ওই ট্রলারের জেলেরা কোথায় আছে, কি অবস্থায় আছে, এখন পর্যন্ত জানা যায়নি।

গোলাম মোস্তফা চৌধুরী আরো জানান, দুবলারচর ফিশারম্যান সমিতি ও বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির যৌথভাবে অনুসন্ধান অব্যাহত।

কোস্ট গার্ডের পশ্চিম জোনের কমান্ডার লেফটেন্যান্ট মেজবাহ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বিষযটি জানতে পেরে ট্রলারটি উদ্ধারের জন্য রওনা হয়েছি।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *