ঢাকা ওয়াসা ভবনে সাপের উপদ্রব! (ভিডিও)

রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজার এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসা ভবন। ভবনটির ভেতর থেকে গত এক সপ্তাহে কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

সুসজ্জিত পরিপাটি বহুতল এ ভবনে কীভাবে সাপ এলো তা নিয়ে অনেকেই হতবাক। তবে অনেকের ধারণা, ওয়াসার বঞ্চিত কর্মীরা এ কাজ করে থাকতে পারেন। ওয়াসা ভবনের ভেতরে সাপ এদিক-ওদিক ছোটাছুটি করছে এমন একটি ভিডিও বুধবার যুগান্তরের হাতে এসে পৌঁছেছে।

সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করে মারা হয়েছে।

অফিসের ভেতরে সাপ পাওয়ায় ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ওয়াসার বঞ্চিত কর্মচারীরা এটা করে থাকতে পারেন। তারাই কর্মকর্তাদের ‘ভয়’ দেখাতে রুমের ভেতরে সাপ ছেড়ে দিয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আখতারুজ্জামান যুগান্তরকে বলেন, এক সপ্তাহে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।

তবে সাপগুলো কারা অফিসের ভেতরে ছেড়েছে এখও তা জানা যায়নি বলে জানান তিনি।

About reviewbd

Check Also

কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’ আর নেই

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। রোববার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *