রাজধানীর প্রাণকেন্দ্র কারওয়ানবাজার এলাকায় অবস্থিত ঢাকা ওয়াসা ভবন। ভবনটির ভেতর থেকে গত এক সপ্তাহে কয়েকটি বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।
সুসজ্জিত পরিপাটি বহুতল এ ভবনে কীভাবে সাপ এলো তা নিয়ে অনেকেই হতবাক। তবে অনেকের ধারণা, ওয়াসার বঞ্চিত কর্মীরা এ কাজ করে থাকতে পারেন। ওয়াসা ভবনের ভেতরে সাপ এদিক-ওদিক ছোটাছুটি করছে এমন একটি ভিডিও বুধবার যুগান্তরের হাতে এসে পৌঁছেছে।
সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে তিনটি সাপ উদ্ধার করে মারা হয়েছে।
অফিসের ভেতরে সাপ পাওয়ায় ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ওয়াসার বঞ্চিত কর্মচারীরা এটা করে থাকতে পারেন। তারাই কর্মকর্তাদের ‘ভয়’ দেখাতে রুমের ভেতরে সাপ ছেড়ে দিয়েছেন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ওয়াসার অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আখতারুজ্জামান যুগান্তরকে বলেন, এক সপ্তাহে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও সচিবের কক্ষ থেকে কয়েকটি সাপ উদ্ধার করা হয়েছে। সাপগুলো মেরে ফেলা হয়েছে।
তবে সাপগুলো কারা অফিসের ভেতরে ছেড়েছে এখও তা জানা যায়নি বলে জানান তিনি।