বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন নীতা আম্বানী, এক বোতলের দাম ৪৪ লাখ

স্বাস্থ্যকে তরতাজা রাখতে রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানীর স্ত্রী নীতা আম্বানী যে পানি পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। ৭৫০ মিলিলিটার জলের বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি।

কিন্তু এই পানির এত দাম কেন? ওই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে। দাবি করা হয়, এই পানীয় জলে ৫ গ্রাম সোনার ছাই মেলানো থাকে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই দাম লাখ লাখ টাকা। শুধু পানি নয়, বোতলের জন্যও খরচ বেড়ে সালে। ২০১০ সালে ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মডিগলিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে স্বীকৃতি পায়।

বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে এই বোতল। আর এ ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২৪ হাজার টাকার মতো।

About reviewbd

Check Also

মাকে খুঁজছে মিরপুরে বেঁচে যাওয়া সেই ৭ মাসের শিশু হোসাইন

মিরপুরের পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপারে পাড়ি জমিয়েছেন বাবা-মা। ভাগ্যক্রমে ছেলে হোসাইন ফিরে আসলেও বেঁচে নেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *